কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে যে কোন স্থানে সফট্ওয়্যার / মডেম নিতে পারবেন।
প্রয়োজনঃ কম্পিউটার, মডেম এবং রিচার্জ সিম ।আমাদের Digital Recharge এর মাধ্যমে রবি, জিপি, বাংলালিংক, এয়ারটেল, টেলিটক, বিকাশ, রকেট ব্যবহার করতে পারবেন
Installation Manualআপনার যদি মোবাইল রিচার্জ এর দোকান থাকে তাহলে এই সার্ভিসটি আপনার জন্য। সাধারনত ব্যস্ততম রিচাজ দোকানে দুই/তিন জন্য আপারেটর গ্রাহকের মোবাইল রিচাজ করেন। এক্ষেত্রে গ্রাহকের ভিড় থাকলে সময় বেশী লাগে এবং একসাথে অনেক গ্রাহক আসলে হিমশিম খেতে হয়।
আপনাদের এই সমস্যা সমাধানের জন্য আমরা তৈরী করেছি Digital Recharge System, এর মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যে গ্রাহকের মোবাইলে ব্যালেন্স লোড দিতে পারবেন।
একটি কম্পিউটার এর সাথে আপনার SiM গুলো লাগানো থাকবে। এর জন্য গ্রাহকের জন্য শুধুমাত্র শুধুমাত্র Mobile no এবং Amount দিলে রিচার্জ হয়ে যাবে।
এক্ষেত্রে কোন প্রকার PIN দিতে হয় না ।
শনি -বৃহঃ
সকাল ১০ টা- সন্ধ্যা ৭ টা
অনুগ্রহ পূর্বক শুধুমাত্র এই সময়ে
প্রকৃত ক্রেতাগণ
যোগাযোগ করবেন।
প্রশ্নঃ Smartphone-এ ব্যবহার করা কি যাবে ?
উত্তরঃ এটা শুধুমাত্র Desktop কিংবা Laptop ব্যবহার করা যাবে।
প্রশ্নঃ এক সাথে কতগুলো Modem ব্যবহার করা যাবে ?
উত্তরঃ Desktop ৮ টি মডেম এবং ল্যপটপে ৩-৪ টি মডেম ব্যবহার করা যাবে।
প্রশ্নঃ কোনটি ভাল হবে ল্যপটপ / ডেস্কটপ ?
উত্তরঃ ল্যপটপ এবং ডেস্কটপ দুটোতে চালাতে পারবেন । যদি ল্যপটপ / ডেস্কটপের পাওয়ার ইউনিট দুর্বল হয় , সেক্ষেত্রে আলাদা স্মার্ট ডিভাইস
লাগাতে হবে ।
প্রশ্নঃ কম্পিউটার নস্ট হলে কি নতুন করে লাইন্সেস কিনতে হবে ?
উত্তরঃ একই পিসিতে যতবার খুশি ততবার ইনস্ট্রল করতে পারবেন। কম্পিউটার পরিবর্তন করে নতুন কম্পিউটারে ইনস্ট্রল করার জন্য আমাদের কাস্টোমার সার্ভিসে যোগাযোগ করতে হবে।
প্রশ্নঃ এটি কতটুকু নিরাপদ ?
উত্তরঃ এটি অফলাইন সফট্ওয়্যার তাই শতভাগ নিরাপদ।
প্রশ্নঃ আমি কি Internet Package/MB সেল এর কমিশন পাবো ?
উত্তরঃ কোম্পানী থেকে প্রাপ্ত সকল প্রকার কমিশন পাবেন।
প্রশ্নঃ ব্যলেন্স কোথায় থেকে নিব?
উত্তরঃ এখন যে এস.আর থেকে ব্যলেন্স নিচ্ছেন তার কাছ থেকেই ব্যলেন্স নিবেন।
প্রশ্নঃ আমি যদি আর Renew না করি ?
উত্তরঃ আপনার মন না চাইলে করবেন না।
প্রশ্নঃ একই সাথে বিভিন্ন মডেলের মডেম ব্যবহার করা কি যাবে?
উত্তরঃ যাবে, ভাল পারফরমেন্স পাওয়ার জন্য সবগুলো মডেম এই মডেল এর হতে হবে।
প্রশ্নঃ আমি কি বাহিরের মডেম ব্যবহার করতে পারবো ?
উত্তরঃ না, শুধুমাত্র আমাদের অনুমোদিত মডেম ব্যবহার করতে পারবেন।
প্রশ্নঃ দাম টা কি আর কম হয় কোন ছাড় আছে কি ?
উত্তরঃ এই মুহুর্তে এটাই তবে কোন ছাড় দেওয়া হলে পেজে আপডেট দেওয়া হবে।
প্রশ্নঃ একটা মডেমে কয়টা সিম ব্যবহার করা যাবে?
উত্তরঃ একটা মডেমে একটা সিম ব্যবহার করতে পারবেন । প্রতিটি সিমের জন্য একটি করে মডেম লাগবে।
প্রশ্নঃ আমাকে কি নবায়ন করতে হবে ?
উত্তরঃ মেয়াদ শেষ হলে সফট্ওয়্যারটি ব্যবহার করতে চাইলে অবিশ্যই নবায়ন করতে হবে ।
flexiload flexiload sever digital recahrge mobile recahrge pos printer point of sale pos printer barcode reader bluetooth pos printer barcode scanner android mobile pos website design web hosting domain registration computer seller level printer sms software domain registration cash drawer 8 port modem pharmacy software Restaurant software huawei modem zte modem corporate email brand email digital pos software Bangladesh